কাজী আনোয়ারুল ইসলাম টুটুল: রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭:মার্চ) সকালে সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজম আলী মন্ডলের সভাপতিত্বে অত্র স্কুলের আয়োজনে বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ দিবস পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইউনুস আলী মোল্লা,মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. টুকু মিজি,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আব্দুর রাজ্জাক রাজু, সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বিশ্বাস প্রমূখ। দিবসটি উপলক্ষে অত্র স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে বক্তব্য প্রদান,রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
এরপর কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন পালন করা হয়।