আবু সাঈদ : রাজবাড়ীতে তিনদিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
“শিশুদের সৃজনশীল শিল্পচর্চা ও প্রতিভা অন্বেষণই আমাদের মূল লক্ষ্য” শনিবার (১৮ মার্চ) রাজবাড়ী জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে তিন দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয় । কালার পেন্সিল আর্ট একাডেমী এন্ড গ্যালারীর আয়োজনে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএসের সহযোগিতায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কালার পেন্সিল আর্ট একাডেমীর পরিচালক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উদ্বোধন ঘোষণা করেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, কেকেএসের সভাপতি মুকুল সরকার, ফকির জাহিদুল ইসলাম রুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম । আলোচনা শেষে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। আমন্ত্রিত অতিথি বৃন্দ উদ্বোধন শেষে চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন ।