স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলায় ইপিআইয়ের আওতার বাইরে ৮ টি জটিল রোগ বিষয়ে টিকা প্রদান এবং টিকাদান বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ১৯ মার্চ ) বিকেলে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন। এ সময় নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী কজের অধ্যক্ষ হোসনে আরা বেগম ।
নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা বলেন, ২০০৫ সালের আগে যারা জন্মগ্রহন করেছে যারা ইপিআই এর বাইরে রয়েছে তাদের সচেতন করা। মুলত হ্যাপাটাইসিস বি, জরায়ু ক্যান্সার ডায়রিয়াসহ ৮ টি মরনঘাতি ও জটিল রোগ নিয়ে আমরা কাজ করবো। এই প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দৌড় গোড়ায় পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি. শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।