কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ৯ মাসের অন্তসত্বা মুন্নী আক্তার (১৯) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোঃ আজিম শেখের স্ত্রী। ঘটনার পর থেকেই স্বামী, শাশুরী, দেবর পলাতক রয়েছে।
রবিবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন। পরে বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
মুন্নী আক্তারের মামা কাসেম মোল্যা বলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের নসিমন চালক মোঃ আজিম শেখের সাথে প্রেমের সম্পর্কে ১৪ মাস পূর্বে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের তোরাব মোল্যার মেয়ে মুন্নীর বিয়ে হয়। তাদের বিয়ে পরিবার মেনে নেয়। আজিম বেশ কিছুদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য স্ত্রীকে বাবার বাড়ী থেকে ৪লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। সে অস্বীকার করায় তাকে নির্যাতন করে আসছিল।
মুন্নীর খালাতো ভাই মোঃ শাহীন মন্ডল বলেন, শনিবার বিকাল ৫টায় খবর পেয়ে ওই বাড়ীতে গিয়ে দেখি পা মাটিতে লেগে আছে আর মুন্নী গলায় ওরনা পেঁচানো অবস্থায় ঝুলছে। বাড়ীতে মুন্নীর শাশুরী ও স্বামী নেই। তারা পালিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যা। আমরা মামলা করবো।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।