মেহেদী হাসান : রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ মার্চ ) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অীতরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখায়রুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্না রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসসহ জেলার পাচটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সকল দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা। সভাপতি হিসেবে জেলা প্রশাসক সকল উন্নয়ন কর্মকান্ডের সমস্যাগুলো শুনে সমাধান প্রদান করেন।