মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহবার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে তামক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা তামক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা তামক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নিয়ে মতামত পেশ করেন পাংশা উপজেলা তামক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার কে এম নজরুল ইসলাম, সাংবাদিক মাসুদ রেজা শিশির, এস এম রাসেল কবির, মোক্তার হোসেন প্রমুখ আলোচনায় অংশ গ্রহণ করেন।
পাংশা উপজেলা তামক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভায় পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশের দোকান গুলোতে বিড়ি সিগারেট বিক্রির উপর নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় কমিটির সভায়।