মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১৯-২৫ মার্চ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ে উদ্বোধনীর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা প্রপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা প্রপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিন, উপজেলা শিক্ষা অফিসার কে এম নজরুল ইসলাম,বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার,পাংশা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।