• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুখালীতে প্রাথমিক পর্যায়ের বিদায়ী শিক্ষার্থীদের বনভোজন পাংশায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস দৌলতদিয়ায় ৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দৌলতদিয়ায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা রাজনৈতিক দলের ডাকা অবরোধ কর্মসূচিতে মহাসড়কের নিরাপত্তায় সতর্ক আহলাদীপুর হাইওয়ে থানা বালিয়াকান্দিতে নতুন কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু পাংশায় দস্যুতা মামলায় লুন্ঠিত মোবাইলসহ ২ জন গ্রেপ্তার বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা রাজবাড়ীতে ৩ টি চোরাই গরু নিলামে বিক্রির আদালতের নির্দেশ রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

রাজবাড়ীতে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরো ২৭৭ পরিবার : সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক আবু কায়সার খান

প্রতিবেদকঃ / ৮৬ পোস্ট সময়
সর্বশেষ আপডেট সোমবার, ২০ মার্চ, ২০২৩

মেহেদী হাসান : আগামী ২২ মার্চ বুধবার রাজবাড়ীর তিন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাজবাড়ী জেলার ২৭৭ টি ঘর হস্তান্তর করা হবে। ভুমিহীন ও গৃহহীনমুক্ত হবে রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা।
সোমবার ( ২০ মার্চ ) সকালে প্রধানমন্ত্রী’র উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজবাড়ীর জেলা প্রশাসন।
জানাগেছে, এর আগে রাজবাড়ী জেলার পাচটি উপজেলায় ২ হাজার ১২২ টি ঘর প্রদান করা হয়েছে। আর আগামী ২২ মার্চ রাজবাড়ী সদর উপজেলায় ৩৫ টি, পাংশা উপজেলায় ১২০ টি, বালিয়াকান্দি উপজেলায় ১২০ টি ও গোয়ালন্দ উপজেলায় ২ টি ঘরসহ ২৭৭ টি ঘর ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। এ নিয়ে জেলায় হস্তান্তরকৃত ঘরের সংখ্যা হবে ২ হাজার ৩৯৯ টি। এবং গোয়ালন্দ উপজেলায় ১৩ টি ঘরের কাজ চলমান আছে যা শেষ হলে পুরো জেলাহবে ভুমিহীন ও গৃহহীন।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুবর্না রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)জয়ন্তী রুপা রায়, রেভিনিউ কালেকটর মোঃ রফিকুল ইসলাম রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীনদের ভুমিসহ গৃহ প্রদান প্রধানমন্ত্রীর একটি আবেগের স্থান। প্রধানমন্ত্রী বলেছেন মুজিব শতবর্ষে একটি মানুষও ভুমিহীন ও গৃহহীন থাকবে না। সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের পুরো টিম একত্রে কাজ করেছে। সরকারকের এমন একটি মহতী উদ্যোগে শামিল হতে পেরে আমরা গর্ববোধ করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরিতে আরো সংবাদ

সর্বশেষ সংবাদ