আবু সাঈদ : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে মাঠে বহরপুর, নবাবপুর ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলার বাড়াদী রেলওয়ে মাঠে জনসভা বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হান্নান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ রেজাউল হক রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম মিয়া সুফি, কালুখালীর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, বহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।