মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে পাংশার শতশত দর্শককে মাতিয়ে গেলেন একাধীকবার জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। এ ছাড়াও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষার্থীরা গান নৃত্য পরিবেশন করেন, লালন চর্চ কেন্দ্রের শিল্পীসহ স্থানীয়রা গান পরিবেশন করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্ম জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশরার ভ’মি মোহাম্মাদ মাসুদুর রহমার রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান পাংশা উপজেলা প্রশাসন।