মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতিসন্তান নাট্যকার ও পরিচালক লিটু করিমের পরিচালনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানের গল্পভাবনায় নির্মিত নাটক ”বড়গলা” এর ২দিন ব্যাপী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে বুধবার।
এ নাটকের অভিনয় করেন একাধীক বার জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু, জাতীয় পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর, আ.খ.ম হাসান, মাসুদুর রহমান, সঞ্জীব, উত্তম কুন্ডু, জালাল বিশ্বাস, চৈতন্য বসাক প্রমুখ।
সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়েছে এ নাটকের মাধ্যমে। আগামী ঈদুল ফিতরে মাছরাঙ্গা টেলিভিশনে এ নাটকটি প্রচারিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
নাট্যকার ও পরিচালক লিটু করিম বলেন আশা করছি বড় গলা নাটকটি বেশ ভাল হবে চমৎকার গল্প সাথে কিছুটা কমিডি রয়েছে আশা করছি দর্শকদের ভাল লাগবে। তিনি আরো বলেন আমাদের এ নাটকের গল্প ও ভাবনায় মাসুদুর রহমান ভাই তিনি অসাধারণ গল্প ও আইডিয়া দিয়ে এ কাজকে আরো সুন্দর করে তুলেছেন।