সোহেল রানা : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খেলোয়ার, কোচকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর জাতীয় পর্যায়ে রাজবাড়ী জেলার বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রানার্স আপ হবার গৌরব অর্জন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবল দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীরমুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ প্রমুখ।