স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল তিনটায় শহীদ খুশি রেলওয়ে মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও দাড়িয়াবান্ধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সরকারি ও বেসরকারি কর্মচারীদের দাড়িয়াবান্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা টিম, জেলা বার এসোসিয়েশনের, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বনিক সমিতি, শিক্ষক সমিতি টিমের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলেদেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রানী সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌর মেয়র শেখ আলমগীর তিতু, জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন, এ্যাড. শফিকুল হোসেন।