স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংগঠন “সোস্যাল এ্যাকশন ফর হিউম্যান ইমপ্রুভমেন্ট (শাহী)” এর উদ্যোগে রাজবাড়ীতে দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোস্যাল এ্যাকশন ফর হিউম্যান ইমপ্রুভমেন্ট (শাহী)” এর সভাপতি মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. রাজীব জামান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রাবণ চক্রবর্তী দিপু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় বসবাসরত অস্বচ্ছল, অতি দরিদ্র ও দুস্থ শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি প্রদান করা হয়।