মেহেদী হাসান : রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোররাতে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পায় বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির করার জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে রওশন মোল¬ার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। বিশাল আকৃতির এই মাছ পেয়ে আনন্দিত তিনি।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্ল বলেন, সকালে রওশন মোল্লার আড়ৎ থেকে ৩২ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মক্ত নিলামে ১৩ শ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ৎ ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রিয় জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দিব।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কমেছে । বেশ কিছুদিন পর ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে পানি কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত।