স্টাফ রিপোর্টার : না ফেরার দেশে চলে গেলেন যাত্রা অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র দিলীপ ভট্রাচার্য্য (৬৭)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বাসিন্দা। শনিবার বিকাল পৌনে ৫ টার সময় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। এরআগে যশোর ভিসা আনতে গিয়ে অসুস্থ হলে মাগুরাতে চিকিৎসক দেখানোর পর ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জঙ্গল সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য্যের পিতা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
১৯৭৮ সালে লাকি-স্বপন অপেরার মাধ্যমে যাত্রা দলের গায়ক ও নায়কের অভিনয় শুরু করেন। এরপর ভোলানাথ অপেরা, চৈতালী অপেরা, বাসন্তি অপেরা, মধুমিতা অপেরা, রাজলক্ষী অপেরা, প্রতিমা অপেরা সহ বিভিন্ন যাত্রা দলে কাজ করেন যাত্রাভিনেতা দিলীপ ভট্টাচার্য। তিনি বাংলাদেশের যাত্রা জগতের একজন স্বনামধ্য শিল্পী ছিলেন। জীবনের বেশির ভাগ সময়ই যাত্রা অভিনয় করে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি অভিনয় দিয়ে মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। জীবনের শেষ সময় পর্যন্ত যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করতেন যাত্রাপালা।