মাসুদ রেজা শিশির ঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামিক বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে ১০ লক্ষ ৯২ হাজার টাকা দিয়ে ক্রয় করা ২৫ টি গরুর মাংস দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। ঈদের ২য় দিন রবিববার সকাল ১০টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় ৮৭৫টি পরিবারের মধ্যে ২ কেজির একটি করে মাংসের প্যাকেট প্রদান করা হয়। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমী বিশ^াস বলেন এবছর আমরা ২৫টি গরু কোরবানী দিয়ে ইসলামিক রিলিফের সুবিধা ভ’গি ৫০১টি পরিবার সহ অসহায় দুঃস্থ মোট ৮৭৫ পরিবারের মধ্যে কুরবানী প্রগ্রাম সফল ভাবে শেষ করেছি। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে বিভিন্ন এলাকার এতিম শিশুরা পড়ালেখার সুজোগ পেয়েছেন অনেক পরিবার ইসলামিক রিলিফের সুবিধা পেয়ে আজ সাবলম্বী হয়েছে।