আবু সাঈদ : ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পাংশা ছিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, ভাণ্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মনির। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন, সদর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হুসাইন, মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, মাওলানা আব্দুর রশিদসহ অন্যান্য আলেম ওলামারা।
সম্মেলনে অংশগ্রহণকারী ইমামদের লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে ৩ জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করে সনদপত্র বিতরণ করা হয়। এ বছর রাজবাড়ী থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম আবু বক্কার ছিদ্দিক, মোঃ ইউনুচ আলী, ইমরুল কায়েসকে শ্রেষ্ঠ ইমামের সনদপত্র প্রদান করা হয়।