স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সুবর্ণা রাণী সাহা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান। প্রতিযোগিতায় ডাঃ আবুল হোসেন ফুটবল একাডেমি এ করিম ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে আগত অতিথিগণ বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ প্রতিযোগিতায় জেলা শহরের ৪টি দল অংশগ্রহণ করে।