মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়াড়া গ্রামে দারুচ্ছুন্নাহ আল্ জামিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে মাদ্রাসার উদ্বোধন, আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ মে ) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের দিয়াড়া গ্রামে সদ্য নির্মাণাধীন দিয়াড়া দারুচ্ছুন্নাহ্ আল্ জামেয়া মাদ্রাসা মাঠে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বর্তমান বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ডঃ শেখ মুহঃ রেজাউল ইসলাম। উদ্বোধনকালে আলোচনা সভায় মোঃ আতাউর রহমান মুন্নু’র সঞ্চালনায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি নজির আহমেদ, ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শামছুল আহমেদ (সাচ্চু) প্রমূখ।
পরে ওয়াজ ও দোয়া মাহফিলে মাদ্রাসার জমিদাতা ক্বারী মোঃ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে কোরআন ও হাদিস থেকে ওয়াজ করেন, ঢাকা আল কোরআন রিসার্স ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাতীয় কোরআন রিসার্স গবেষক হযরত মাওলানা মোঃ গোলাম আজম। বিশেষ মেহমান কুমিল্লা লাকসাম তরকারি জামে মসজিদের খতিব ও পেচরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মীর মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান বক্তা পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আওয়াবুল্লাহ্ ইব্রাহিম। বিশেষ বক্তা লাকসাম ফতেহপুর রেলক্রসিং জামে মসজিদের খতিব ও দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ নুরুল্লাহ নেছারী এবং মাহফিল পরিচালনা করেন পাংশা শাহ্জুঁই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ আবু মুছা আশয়ারী।