আবু সাঈদ : রাজবাড়ীর কালুখালীতে পাংশা-কালুখালী সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) কালুখালী মহিলা কলেজে হলরুমে পাংশা-কালুখালী সাহিত্য পরিষদ আয়োজিত হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল, ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও ১২৪ তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
পাংশা-কালুখালী সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব। বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা শরীফ মোহাম্মদ কায়কোবাদ, সহকারী অধ্যাপক (অবঃ) হাজারী আবুল হাসিম, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির। স্বাগত বক্তব্য প্রদান করেন, মোল্লা মাজেদ। আলোচক ছিলেন, প্রাবান্ধিক শেখ মোঃ সবুর উদ্দিন, পাংশা-কালুখালী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আব্দুল জব্বার, সাহিত্য সম্পাদক খোন্দকার হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।