স্টাফ রিপোর্টার : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গত ১৩ মে শনিবার (৩০ বৈশাখ) বিকাল সাড়ে ৫ টায় শহীদ খুশী রেলওয়ে ময়দান সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে প্রথম পর্বে রবীন্দ্রনাথের সংস্কৃতি ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, প্রাক্তন সভাপতি মুনিরুল হক মুনির, শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, বিশ^ভরা প্রাণ’র সভাপতি আতাউর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা প্রমুখ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জাহিদ হোসেন।
২য় পর্বে সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে নীদিতা হক আরিবা, কণিকা সরকার, উর্মি হাসান, নাজমুল ইমাম, রাজা হাসান, রনজিৎ সরকার, হৈমন্তী বিজয়, আশরাফুল হক সুমন, জাহাঙ্গীর জলিল, মুনিরুল হক, জাহিদ হোসেন প্রমুখ। আবৃতি করেন অধ্যাপক রশীদ আল কামাল, শাহনাজ পারভীন ও আদিবা তাবাচ্ছুম রুপকথা।