মাসুদ রেজা শিশির /আবু সাঈদ : ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামিক বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে ৫ লক্ষ ৬৮ হাজার ১শত টাকা দিয়ে ক্রয় করা ১৩ টি গরুর মাংস দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। ঈদের ৩য় দিন সোমবার সকাল ১০টায় কালুখালী উপজেলা পরিষদ চত্বরে মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এ সময় ৪৫৫ টি পরিবারের মধ্যে ২ কেজির একটি করে মাংসের প্যাকেট প্রদান করা হয়। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমী বিশ^াস বলেন এ বছর আমরা কালুখালীতে ১৩টি গরু কোরবানী দিয়ে ইসলামিক রিলিফের সুবিধা ভূগী পরিবার সহ অসহায় দুঃস্থ মোট ৪৫৫ পরিবারের মধ্যে কুরবানী প্রগ্রাম সফল ভাবে শেষ করেছি। এসময় ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সূবর্ণা খাতুন,তাসরীফ সারোয়ার,বাপ্পী শাহরিয়ার প্রমুুখ উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার এতিম শিশুরা পড়া লেখার সুজোগ পেয়েছেন, অনেক পরিবার ইসলামিক রিলিফের সুবিধা পেয়ে আজ সাবলম্বী হয়েছে।