বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গণ অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
লিখিত অভিযোগে জানা যায়, মধুপুর গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ১৯০৫ সালে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। মুসল্লিরা প্রায় ৩০ বছর আগে গওছেল মন্ডলকে সভাপতি ও আব্দুল মালেক খানকে সাধারণ সম্পাদক করে একটি মসজিদ পরিচালনা কমিটি গঠন করেন। প্রভাব খাটিয়ে ৩০ বছর কমিটিতে থাকায় এলাকার লোকজন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। ফলে ইলিশকোল ও মধুপুর গ্রামের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় যে কোন সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনে সভাপতি গওছেল মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক খানের বিরুদ্ধে এলাকার লোকজন বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকট ৬৮জন গ্রামবাসীর স্বাক্ষরিত গণ অভিযোগ দায়ের করেন ।