স্টাফ রিপোর্টার : আগামী ২৬ ও ২৭ মে রাজবাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩ ।
এ উপলক্ষ্যে ২০২২ ও ২০২৩ সালে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ১০ জনকে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননায় মনোনীত করা হয়েছে।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির ও সাধারন সম্পাদক রাজ্জাকুল আলম এর সতত্যা নিশ্চিত করেন।
জানাগেছে, আগামী ২৬ ও ২৭ মে এই দুই দিন রাজবাড়ীর শিল্পকলা একাডেমিতে মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে। সম্মেলনে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ‘মীর মশাররফ হোসেন পদক’ ও ‘মীর মশাররফ হোসেন সম্মাননা’ পদকের জন্য ১০জনকে মনোনীত করা হয়েছে।
২০২২ সালের মীর মশাররফ হোসেন সাহিত্য পদকের জন্য ৫ জন মনোনীত হয়েছেন। এরা হলেন, কাব্যসাহিত্যে ড. আসরফী খাতুন (ভারত) ও শিশু সাহিত্যে হাসনাত আমজাদ। একই সালে মীর মশাররফ হোসেন সম্মাননায় মনোনীত হয়েছেন, কাব্যসাহিত্যে শরীফ কায়কোবাদ, ফারহানা জাহান মিনি ও সংগীতে শাহিনুর বেগম পপি।
এদিকে ২০২৩ সালে মীর মশাররফ হোসেন সাহিত্য পদকের জন্যও ৫ জনকে মনোনীত করা হয়েছে। এরা হলেন, কথাসাহিত্যে রফিকুর রশীদ ও কাব্যসাহিত্যে ওবায়েদ আকাশ। একই সালে মীর মশাররফ হোসেন সম্মাননায় মনোনীত হয়েছেন, লিটল ম্যাকজিনে আনোয়ার কামাল, নাট্য সাহিত্য ও শিশু সংগঠক হিসাবে ম. নিজাম এবং কাব্যসাহিত্যে শাহ মুজতবা রশীদ আল কামাল।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির জানান, মনোনয়ন কমিটির মাধ্যমে এই ১০জনকে মনোনীত করা হয়েছে। ২৬ মে বিকালে উদ্বোধনী দিনে থাকছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে থাকছে ভারতসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত কবিদের সম্মেলন, কবিতা পাঠের আসর, পদক ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি হিসাবে থাকবে একুশে পদকপ্রাপ্ত কবি অসিম সাহা সহ বিশিষ্টজনেরা।