সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন ৩২৩ জন চরমপন্থী ও সর্বহারা দলের সদস্য। এ সময় তারা ২১৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র জমা দেন।
আজ রোববার বেলা সাড়ে এগারটার দিকে জেলার সলঙ্গায় র্যাব-১২’র সদর দপ্তরে আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক মারুফ হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আব্দুল মইন জানান, এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও স্বস্তির জন্য র্যাব দীর্ঘ তিন বছর পর্যবেক্ষণ করছে। সেই কাজের অংশ হিসেবে আজ আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তির বার্তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের ৮ জন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্যসহ মোট ৩২৩ জন চরমপন্থি ২১৯টি আগ্নেয়াস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন। আত্মসমর্পণকারীদের নানাভাবে পুনর্বাসিত করা হবে।