জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে চাকুরী জীবনে তিনি এর আগেও ২০১৮ সালে ঢাকা বিভাগের শেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বদলি জনিত কারণে গত বছরের ১১ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন।
এবছর ২০২৩ সালে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত অবস্থায় স্টেক হোল্ডার সাথে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, পেশাগত সৃজনশীল প্রকাশনা, আই সি টি বিষয়ে দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করা, পুরস্কার ও এমপিও কাজে স্বচ্ছতাসহ দক্ষতার কারণে জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে তাকে জেলার শেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে।
জেলার শেষ্ঠ নির্বাচিত এই অফিসার জানান, এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। এসডিজি-৪, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আরও যত্নবান ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।