জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকাল ১০ টায় কেকেএস পিভিসিইপি প্রকল্পের আয়োজনে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটির বাস্তবায়নে ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। কেকেএস এর নির্বাহী পরিচালক ও এসএমসি কমিটির সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগম প্রমুখসহ বিদ্যালয়ের এসএমসি সদস্য এবং কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।