• শনিবার, ২৭ মে ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে অর্ধশত নারী এখন স্বাবলম্বী বালিয়াকান্দিতে ৮ মামলার আসামীর বাড়ী থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার রাজবাড়ীতে বিভিন্ন দাবীতে বাংলাদেশ জাসদের মানববন্ধন ও সমাবেশ পাংশায় সম্পত্তির লোভে স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ গোয়ালন্দে পুলিশী অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার পদ্মার নদীর সাড়ে ২৭ কেজির কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি বালিয়াকান্দিতে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাংশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা রেঞ্জে মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার পাংশা থানার এসআই দিপঙ্কর

বিএনপি’র বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ হাইকোর্ট থেকে রাজবাড়ী জেলা বিএনপি’র ২২ নেতা-কর্মীর আগাম জামিন লাভ

প্রতিবেদকঃ / ৭ পোস্ট সময়
সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ থেকে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় মহামান্য হাইকোর্ট থেকে রাজবাড়ী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের আদালত এ আদেশ দেন। আসামী পক্ষে হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও আপীল বিভাগের আইনজীবী এ.এস.এম মোক্তার কবীর খান (নান্নু)। তাকে সহযোগিতা করেন এ্যাড. সাঈদ উজ্জামান ও এ্যাড, আব্দুর রব শিমুল।
আসামী পক্ষের আইনজীবী এস.এম. মোক্তার কবীর খান জানান, ওই মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ১৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। অবশিষ্ট ২৪ জনের মধ্যে ২২ জনের আগাম জামিনের প্রার্থনা করলে আদালত সন্তষ্ট হয়ে ২২ জনের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তদের উল্লেখিত সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই রাজবাড়ী জেলা জজ আদালতে আত্নসমর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ মামলায় ৩৯ নং ক্রমিকের আসামী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ মনিরুজ্জামান খান ও ৪০ নং ক্রমিকের আসামী রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের সুরুজ মিলিটারীর পুত্র মোঃ মাসুদ পলাতক রয়েছে।
হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্তরা হলেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, রামচন্দ্রপুরের জহুরুল ইসলাম নুরুন্নবী, ভবানীপুরের মোঃ রকি, কাকিলাদায়ের এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আওয়াল, বিনোদপুর কলেজপাড়ার খন্দকার মোঃ আলী আহম্মেদ ওরফে আরজু, রামকান্তপুরের শামসু মীর, সজ্জকান্দার আব্বাস সরদার, ভান্ডারিয়ার আনিসুর রহমান, মহারাজপুরের রায়হান খান, ভবানীপুরের মোঃ জাহিদ ওরফে মহির, ভবানীপুরের মোঃ মালেক, মোস্তফা, বেড়াডাঙ্গার বাসিন্দা এ্যাড. নেকবর হোসেন মনি, ভবানীপুরের কাওছার, সাবেক পৌর কাউন্সিলর আফছার আলী সরদার, কালুখালীর বাউকুড়ি গ্রামের মোঃ বাবু সরদার, বালিয়াকান্দির ইলিশকোল গ্রামের মোঃ বিল্লাল, মোহনপুরের মোঃ কামরুল, মোঃ সাইফুল, বালিয়াকন্দির মোঃ আসাদ, মোঃ আক্তারুজ্জামান ও বানিবহের আল আমিন।
এ মামলায় গত ২০ মে রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ন আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বিএনপি’র ৪১ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামী করে ওই মামলা দায়ের করা হয়। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতের পাঠানো হলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়, ২০ মে শনিবার বিএনপি’র বিক্ষোভের সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়মের বাসভবন থেকে মিছিল সহকারে বিএনপি নেতা-কর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে। রাতে সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে প্রকাশ, রাজবাড়ী সদর থানাধীন সজ্জনকান্দা গ্রামস্থ সরকারী মহিলা কলেজের সামনে আওয়ামী লীগের সমাবেশে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের কিছু কর্মী বড়পুল হইতে রেলগেটের দিকে যাওয়ার প্রক্কালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিএনপি সমর্থিত লোকজন হাতে বাঁশের তৈরী লাঠিসোটা ও ইট পাটকেল নিয়া আওয়ামী লীগের কর্মীদের বাধাদান করলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান করে। রাজবাড়ী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আওয়ামী লীগের কর্মীদের ঘটনাস্থল হইতে সরাইয়া পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। তখন বিএনপি সমর্থিত লোকজন রাস্তা আটকাইয়া জনসাধারনের স্বাভাবিক চলাচল ব্যহত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় চলাচলরত একটি উওঝঈঙঠঊজ ১২৫ঈঈ মোটরসাইকেল ভাংচুর করে। রাজবাড়ী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তাদেরকে রাস্তা হইতে সরানোর চেষ্টা করিলে তাহারা উত্তেজিত হইয়া পুলিশের কর্তব্য কাজে বাধাদান করিয়া আসামীদের হাতে থাকা বাঁশের তৈরী লাঠিসোটা দিয়া নাশকতা ও ধ্বংসাত্ত্বক কার্যক্রম করার জন্য পুলিশের উপর আক্রমন করে এবং পুলিশকে লক্ষ্য করিয়া ইট পাটকেল নিক্ষেপ করে। আসামীদের ছোড়া ইট পাটকেলে এবং আসামীদের হাতে থাকা বাঁশের তৈরী লাঠির আঘাতে রাজবাড়ী থানার অফিসার ও ফোর্স আহত হয়। আসামীদের ছোড়া ইট পাটকেলে অফিসার ইনচার্জ সাহেবের ব্যবহৃত সরকারী পুলিশ ডাবল কেবিন গাড়ীর সামনের গ্লাসে লাগিয়া গ্লাস ফাটিয়া যায় এবং সামনের বনেট ও বাম পাশের দুইটি দরজা ট্যাব খাইয়া ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই (নিঃ) মোঃ মাহবুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফারজানা ইয়াসমিন ডেইজি (৪০), মোঃ নুরুল ইসলাম, মোঃ মনিরুল শেখ (২২), আলামিন হোসাইন (২০), মোঃ মারুফ হোসাইন (১৯), মোঃ জাকির হোসেন(২২), মোঃ রাসেল শেখ (৩৪), শহিদ বিশ্বাস (৩২), মোঃ রবিউল শেখ (২৯), মোঃ ফরহাদ সরদার (৪৮), মোঃ মান্নান মোল্লা (৩৯), মোঃ আনিস মন্ডল (৩০), মোঃ জিয়া সরদার (৩০), মোঃ মজিদ মোল্লা (৭০), মোঃ আমিনুল ইসলাম (২৮), মোঃ মোতাহার মোল্লা (৪০) ও মোঃ ইদ্রিস শেখ (৪৬), সর্ব থানা ও জেলা-রাজবাড়ীদের গ্রেফতার করে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরিতে আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ
খান মোহাম্মদ জহুরুল হক

সম্পাদকীয় কার্যালয়ঃ
রাজবাড়ী প্রেসক্লাব ভবন (নীচ তলা),
কক্ষ নং-৩, রাজবাড়ী-৭৭০০।

Contact us: editor@dailyrajbarikantha.com

প্রকাশনাঃ
সম্পাদক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়নবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত এবং দক্ষিণ ভবাণীপুর, রাজবাড়ী থেকে প্রকাশিত।

মোবাইল- ০১৭১১১৫৪৩৯৬,
বার্তা বিভাগ- ০১৭৫২০৪০৭২০,
বিজ্ঞাপন বিভাগ- ০১৯৭১১৫৪৩৯৬

error: Sorry buddy! You can\'t copy our content :) Content is protected !!