মাসুদ রেজা শিশির : রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ক্রেষ্ট ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পুলিশ লাইন ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা উপস্থিত ছিলেন। এসময় জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র উদ্ধার, সচেতনতাবৃদ্ধি প্রভৃতি কাজের স্বীকৃতি স্বরূপ মার্চ-এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলামকে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও জেলার শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন পাংশা মডেল থানার এস আই দিপঙ্কর কুন্ডু।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পুরস্কার পেতে অবশ্যই ভাললাগে। আর কষ্ট করার পর পুরস্কার পেলে আরও ভালো লাগে। তখন কষ্ট আর কষ্ট মনে হয়না। মনে একটা প্রশান্তি আসে।