শামীম শেখ : রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল মেডিকেল অফিসার ও সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) বিকেলে রাজবাড়ীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে সোশাল মার্কেটিং কোম্পানী (এসএসসি)।
সেমিনারে এসএমসি উদ্ভাবিত গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট “ফুলকেয়ার” খুবই জরুরি বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন, রাজবাড়ী জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (সিসি) ডা. মোঃ শাহ নৈওয়াজ।
তিনি বলেন, মানবদেহে ভিটামিন ও মিনারেলের প্রয়োজন অনেক বেশী। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধির জন্য বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। তা পূরণ করার জন্য মাকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয়। কিন্তু অনেক সময় গর্ভবতী মায়েদের পক্ষে পর্যাপ্ত পরিমাণে এসব খাবার গ্রহণ করা সম্ভব হয় না। ফলে গর্ভবতী মায়ের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয়। যার কারণে মায়ের স্বাস্থ্য, গর্ভস্থ্য শিশু এবং পরবর্তীতে নবজাতকের স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
তিনি আরো বলেন, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণের মাধ্যমে পুষ্টি অবস্থা উন্নয়নের জন্য মালটিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুলকেয়ার খাওয়াতে হবে। ফুলকেয়ার হলো ১০ টি ভিটামিন ও ৫ টি মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট বা মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যা গর্ভবস্থায় সেবনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের নির্দেশনা ও ফর্মুলায় তৈরী। প্রতিদিন ১টি করে ফুলকেয়ার ট্যাবলেট গর্ভবতী মায়ের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে। তিনি স্লাইড শোয়ের মাধ্যমে সকলের কাছে বিষয়টি তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নূর। তিনি সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে এ বিষয়ে এক সাথে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ ইমতিয়াজ ইউনুস, এসএমসি’র কুষ্টিয়া অঞ্চলের সেলস ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজার হুমায়ূন কবির, প্রোগ্রাম অফিসার মোঃ রকিবুল ইসলাম, এসপিও রেজাউল করিম প্রমূখ।