মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ৫৫ লক্ষ ০৪ হাজার ১ শত ১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শরিসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এ বাজেট পেশ করেন শরিসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব ফরহাদ আহম্মেদ, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতা, শিক্ষক, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শরিসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বাজেট অনুষ্ঠানে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে, আমরা সকলে মিলে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরবো। এ বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপুল ভোটে বিজয় করাতে সকলকে কাজ করার আহবান জানান।