আবু সাঈদ : রাজবাড়ীতে দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে দুই দিনব্যাপী এ সাহিত্য সম্মেলন উদ্বোধন করা হয়।
রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, রাজশাহী বরেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি আলমগীর মালেক, রাজবাড়ী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম পিয়াল, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রফিকুর রশিদ, শিশু সাহিত্যিক হাসমত আমজাদ, ভারতের কথা সাহিত্যিক ড. আশরফি খাতুন, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রাজাকুল আলম প্রমুখ। পরে সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, মীর মশারফ হোসেন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার দ্বিতীয় দিনব্যাপী ২০২২ সালের মীর মশাররফ হোসেন পদক প্রদান করা হবে কাব্যসাহিত্যে ড. আশরফী খাতুন (ভারত), শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, মীর মশাররফ হোসেন সম্মাননা পাবেন কথা সাহিত্যিক শরীফ কায়কোবাদ, সংগীতে শাহিনুর বেগম পপি, কাব্য সাহিত্যে ফারহানা জাহান মিনি, ২০২৩ সালের মীর মশাররফ হোসেন পদক পাচ্ছেন কথা সাহিত্যিক রফিকুর রশিদ, কাব্য সাহিত্যে ওবায়েদ আকাশ, মীর মশাররফ হোসেন সম্মাননা পাচ্ছেন লিটল ম্যাগাজিন আনোয়ার কামাল, নাট্য সাহিত্যে ও শিশু সংগঠক ম. নিজাম, কাব্য সাহিত্যে শাহ মুজতবা রশীদ আল কামাল। কবিকন্ঠে কবিতা পাঠ, কাব্যকথার অনুরণন, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, মীর মশাররফ হোসেন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।