জহুরুল ইসলাম হালিম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর মজলিসপুর এলাকায় দরিদ্র কৃষক আব্দুর রহমানের প্রায় সাড়ে তিন বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২৬ মে) সকালে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক মোঃ হিরু মৃধার নেতৃত্বে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন মন্ডল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুব্বাদ শেখ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরাল মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক আকাশ সরদার চুন্নুসহ নেতৃবৃন্দ। কৃষক আব্দুর রহমান বলেন, আমার তিন বিঘার উপরে জমির ধান পেকে ক্ষেতে পড়ে আছে। ধান কাটার জন্য লোক পাচ্ছি না। যাই বা দুই একজনকে পাওয়া যায়, তারা প্রতিদিন ৫ থেকে ৬শ টাকার নিচে ধান কাটার কাজ করবে না। এ অবস্থাতে আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে যোগাযোগ করি তখন তারা আমাকে বলে, আমরা আপনার পাকা ধান কেটে দিবো। তাই আজ সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা এসে আমার জমির সব পাকা ধান কেটে দিয়েছে। তাদের এ মানবতার কাজে আমি অনেক উপকৃত হয়েছি। তা না হলে আমার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেতো।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিসা ও সাধারণ সম্পাদক মোঃ হিরু মৃধা বলেন, প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলাতেও ধান কাঁটা কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় উজানচর ইউনিয়নের চর মজলিসপুর এলাকার দরিদ্র এ কৃষকের ধান কেটে দেওয়া হলো। সারা উপজেলায় কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে।