স্টাফ রিপোর্টার : রাজবাড়ী প্রথম বিভাগ ফুটবল লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুবর্ণা রাণী সাহা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লীগ সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি কাজী হেফাজত আলী টিটু। খেলায় বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন ও গোয়ালন্দ রানার আপ হয়েছে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে সুন্দর একটা পরিচিতি এনে দিতে হবে। সোনার বাংলা বিনির্মাণে খেলাধুলার মাধ্যমে ভুমিকা রাখতে হবে।