সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিআইএম ডব্লিউ এম) ( ডিআইপার্ট) শীর্ষক প্রল্পের আওতায় কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নবাবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহবুব আলী খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর।
সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএইপার্ট) এর প্রকল্প পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খামার বাড়ি কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপস্থিত কৃষক কৃষাণীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।