জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে অর্ধলক্ষ টাকা।
শনিবার (২৭ মে) সকালে ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে জেলে খলিল হলদারের জালে মাছটি ধরা পড়ে।
সকাল ১১ টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া মাছটি জেলের নিকট থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ সম্রাট ।
জেলে খালিল হালদার বলেন, প্রতিদিনের ন্যায় তার সহযোগিদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন। সকালে জাল টেনে তুলতেই দেখেন তার জালে বড় একটি মাছ আটকা পড়েছে। জাল টেনে উপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে তিনি মাছটি নৌকা থেকে ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাটের কাছে বিক্রি করে দেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি সরাসরি জেলে খলিল হালদারের নৌকা থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে কিনেছি। পরে মাছটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।