স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে ডাক পরিবহন সার্ভিস (জগঝ) তুলে নেওয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়াও এবং চাল,ডাল, তেলের দাম সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ১৫০ বছরের ঐতিহ্য রাজবাড়ী (জগঝ) নৈশকালীন ডাক পরিবহন সার্ভিস তুলে নেওয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়া, চাল -ডাল,তেলের দাম সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈশকালীন ডাক পরিবহন সার্ভিস (জগঝ) রাজবাড়ীর ১৫০ বছরের ঐতিহ্য। রাজবাড়ী থেকে বন্ধ করে দিয়ে গোপালগঞ্জ জেলায় চালু করার জন্য কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করছেন। রাজবাড়ীর নৈশকালীন ডাক পরিবহন সার্ভিস বলবৎ রেখে গোপালগঞ্জ নতুন নৈশকালীন ডাক পরিবহন সার্ভিস চালু করা, চাল- ডাল, তেলের দাম সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও সকলের নিকট গ্রহণযোগ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।