স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৮ মামলার আসামীর বাড়ী থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোঃ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ মে) পৌনে ১টার সময় বালিয়াকান্দি থানার বারমল্লিকা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামী আবুল মোল্লার ছেলে আলামিন মোল্লা(৩০) এর বসতবাড়ী থেকে একটি কালো রঙের টিভিএস এপাচি আরটিআর মোটর সাইকেল (রেজি নং রাজবাড়ী ল-১১-৩২৬৯, ইঞ্জিন নং ঈ১গ৪০৯২১৩৮, চেসিস নং গউ৬২৪ঐঈ১১ঊ২ক৪৪২২৭, মূল্য অনুমান ১,৩০,০০০ টাকা উদ্ধার করেন। পলাতক আসামী আলামিন একজন পেশাদার মাদক বিক্রেতা এবং চোরাই মোটর সাইকেল কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়। এর আগে ২০২১ সালে আসামী একটি চোরাই মোটর সাইকল সহ রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট ধরা পড়ে। আসামীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানার ,জিডি নং-৩৯৫, তারিখ- ১০ এপ্রিল, ২০২২; সময়- ধারা- , সাধারণ ডায়েরীতে অভিযুক্ত, বালিয়াকান্দি থানার ,এফআইআর নং-১৭/১১০, তারিখ- ৩০ জুলাই, ২০২১; জি আর নং-১১০/২০২১, তারিখ- ৩০ জুলাই, ২০২১; সময়- ২০.৩০ ঘটিকা ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ , বালিয়াকান্দি থানার ,এফআইআর নং-১১/১১৫, তারিখ- ২১ আগস্ট, ২০১৯; জি আর নং-১১৫/১৯, তারিখ- ২১ আগস্ট, ২০১৯; সময়- ১৯.৪০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, বালিয়াকান্দি থানার ,এফআইআর নং-৭, তারিখ- ১৩ অক্টোবর, ২০১৫; জি আর নং-৮০, তারিখ- ১৩ অক্টোবর, ২০১৫; সময়- ধারা- ৩৬৪/৩৪ পেনাল কোড-১৮৬০, বালিয়াকান্দি থানার ,এফআইআর নং-০৫, তারিখ- ১৪ আগস্ট, ২০১১; জি আর নং-৮৬/১১, তারিখ- ১৪ আগস্ট, ২০১১; সময়- ধারা- ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০, বালিয়াকান্দি থানার ,এফআইআর নং-৬, তারিখ- ১৩ জুন, ২০১৫; জি আর নং-৪২, তারিখ- ১৩ জুন, ২০১৫; সময়- ধারা- ৭/৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, বালিয়াকান্দি থানার জিডি নং-৪৩, তারিখ- ০১ জানুয়ারি, ২০২২, রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৯/১৯৯, তারিখ- ১১ জুন, ২০২১; জি আর নং-১৯৯, তারিখ- ১১ জুন, ২০২১; সময়- সময় ০০.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তৎসহ ৪১৩ পেনাল কোড-১৮৬০; মামলা সমূহ আদালতে বিচারাধীন আছে। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।