শামীম শেখ , গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে তিনব্যাপী কৃষি উন্নয়ন মেলার শেষ দিন বৃহস্পতিবার ১১টি স্টলের মধ্যে কৃষি পণ্যের প্রদর্শীতে প্রথম হয়েছেন জেলার সেরা কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ। কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
হুমায়ন আহম্মেদ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার বাসিন্দা। তিনি পানি কঁচু বারি-৫, ওলকঁচু,করলা,মিষ্টি কুমড়া,চিচিঙ্গা,শষা,গাজর,ঝিঙে, বিভিন্ন জাতের লাউসহ নানাবিধ কন্দাল ফসল প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় হয়েছে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) এর স্টল এবং তৃতীয় হয়েছে মধু ও কালোজিরা প্রদর্শনীর স্টল।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ মাছিদুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. মাহফুজুর রহমান, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সোমবার (২৯ মে) উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।