মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুরে প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২২- ২৩ অর্থ বছরের “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের ” আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ৪ জুন ) বেলা ১১টায় জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাবাড়ী প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষিকর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় সরিষা, পাট,রোপা আমন ধান বিষয়ের উপর মাঠ দিবস ও কৃষকদের সাথে কারিগরি আলোচনা করা হয়।
মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসূল, ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ সাখাওয়াত হোসেন ও ইসলামপুর ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মাছুমা খাতুন প্রমূখ।
বক্তাগণ বলেন, আমরা তেল জাতীয় যে পণ্য ব্যাবহার করছি সেটা আসলে তেল নয়। আর এই পণ্য ব্যাবহার করে মানবদেহের চরম ক্ষতি হচ্ছে। এইসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক চাষিদের মধ্েয সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সেই সাথে অর্থকরী ফসল হিসেবে সোনালী আঁশ পাটের উপর জোরদার করা হয়েছে। আমরা কৃষকদের সাথে নিয়ে ফসল উৎপাদনে ব্যপক ভুমিকা রাখতে চেষ্টা করছি। সম্পতি আমরা বাড়ীর আনাচে কানাচে যাতে একটুও জমি অনাবাদি না থাকে সেজন্য পুষ্টি বাগানের আওতায় এনে কাজ করছি।
এবছর সরিষা আবাদে প্রতি শতাংশে গড়ে ৫ কেজি হারে সরিষা উৎপাদন হয়েছে। আশা করছি আগামীতে আরও ভালো উৎপাদন হবে।