আবু সাঈদ : জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে রাজবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন ) বিকেল ৪ টায় রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসিম কুমার পালের সভাপতিত্বে বক্তৃতাি করেন, সম্পীতি সাংস্কৃতিক সংস্থার সভাপতি আলী রেজা, মৈত্রী থিয়েটারের সভাপতি ওয়াহিদ মন্ডল, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি আজিজুল ইসলাম শাহ্ আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টুটুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আঃ কুদ্দুস মোল্লা, রামকান্তপুর সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, স্বদেশ নাট্যাঙ্গনের সহ-সভাপতি মোঃ জিহাদুর রহমান প্রমুখ। বক্তারা জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবী জানান।