শনিবার বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাজবাড়ী জেলায় যাত্রাবিরতি কালে তাকে স্বাগত জানান, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। এসময়, জেলা ও দায়রা জজ মোছাঃ জাকিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।