মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি সম্প্রারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনি অনুষ্ঠান, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে ।
মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মাসুদ রেজা শিশির, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। সমাপী আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপ-সহকারী কর্মকর্তা ও স্টল অংশ নেওয়াদের মধ্যে পরুস্কার বিতরণ করা হয়।
গত সোমবার ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এবং খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ সকল কর্মসূচী উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।