কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা অনুধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া সংস্থার সভাপতি শাহ্ মোঃ সজিব সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছিম আকতার ,রতনদিয়া ই্উনিয়ন পরিষদ চেযারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক মাষ্টার , সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আকামত আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পরিচালনায় ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ রানা চৌধুরী। পরে খেলায় বোয়ালিয়া ইউনিয়ন একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে রতনদিয়া ইউনিয়ন একাদশ বিজয়ী হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন ।