মাসুদ রেজা শিশির : জাতীয় সংগীতের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা বুধবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। এ খেলায় নির্দ্ধারিত সময়ে যশাই ইউনিয়ন ফুটবল একাদশ ও বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ গোল শুন্য থাকায় ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে ৪-১ গোলে বিজয় অর্জন করে বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
বুধবার পড়ন্ত বিকালে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় খেলায় হাজার হাজার দর্শক উপভোগ করেন এ খেলা দির্ঘদিন পর পাংশার মাঠে দর্শকের উপচে পড়া ভীর লক্ষ করা গিয়েছে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পাংশা উপজলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে ও পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু,উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, প্রমুখ।
মাঠ পরিচালক হিসাবে ছিলেন সাবেক খেলোয়ার মোঃ শাহজাহানুল হক জুয়েল, মোহাম্মাদ আলী ও সাইদুল ইসলাম। খেলা পরিচালনায় সার্বিক সহায়তা করেন পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কাজী আব্দুল মাজেদ একাডেমির ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল করিম, সাবেক খেলোয়ার সঞ্জয় কুমার, খেলোয়ার সুমন । পাংশার মাঠে দির্ঘ দিন পর দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।