• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোয়ালন্দের তেনাপচা সঃ প্রাঃ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও পাংশায় ছাগল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার বালিয়াকান্দিতে পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান রাজবাড়ী সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভূল রিপোর্ট ! বঙ্গবন্ধুর বায়োপিক পোস্টার উন্মোচন রাজবাড়ীর সুলতানপুরে পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান গোয়ালন্দে পুলিশী অভিযান ফেন্সিডিল ও হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজবাড়ীতে চ্যানেল আই’র ২৫ তম জন্মদিন পালিত বালিয়াকান্দিতে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার : স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

টিসিবির চালচিত্র : কালুখালীতে ৬ ডিলারের পণ্য বিতরণের সুযোগ নেই!

প্রতিবেদকঃ / ৬২ পোস্ট সময়
সর্বশেষ আপডেট বুধবার, ১৪ জুন, ২০২৩

স্টাফ রিপোটার : রাজবাড়ীর কালুখালীতে সুবিধা বঞ্চিত বৈধ ৬ ডিলার শর্ত পূরণ করেও পাচ্ছে না ডিলারের সুযোগ-সুবিধা।
জানাগেছে, কালুখালী উপজেলার টিসিবি পণ্য বিতরণকারী ডিলারগণ সুবিধা বঞ্চিত। এবছরে টিসিবির নিয়োগপ্রাপ্ত ১২ জন বৈধ ডিলারকে সমান ভাবে ভাগ করে দেওয়ার কথা থাকলেও ৬ ডিলার সুবিধা বঞ্চিত করে বিশেষ সুবিধা প্রদান করে বিতরণ কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে, আবেদনকৃত ডিলারদের মধ্যে নতুন নিয়োগকৃত ডিলারগণ হলেন, রতনদিয়া বাজারের মকছেদ প্রামানিকের মেসার্স প্রামানিক ট্রেডার্স, রুপসার আজাদ হোসেনের মেসার্স শামিম ট্রেডার্স , রতনদিয়া বাজারের আঃ ছাত্তার মন্ডলের মেসার্স মন্ডর ট্রেডার্স, শাহিনুর রহমানের মেসার্স শাহিনূর ষ্টোর, মোঃ জাহাঙ্গীর হোসেনের জাহাঙ্গীর ট্রেডার্স, মোঃ বশির মাহমুদের মেসার্স বিশ^াস এন্টার প্রাইজ, সুলতান আহমেদের মেসার্স শিকদার এন্টার প্রাইজ, মোঃ আবু সাঈদের মেসার্স এসএস এন্টার প্রাইজ, আজমির হোসেনের মেসার্স খান এণ্ড সন্স, কোমরপুরের সাইদুল ইসলামের মন্ডল ট্রেডার্স। এ ১০জন ডিলার টিসিবির সকল শর্তপূরণ সাপেক্ষে বৈধ ডিলার।
চলমান সুবিধাভোগী ডিলারগণ হলেন, ইউনুচ আলী শেখের মেসার্স গিয়াস ষ্টোর রতনদিয়া ইউনিয়নের ১৭৫৯ কার্ড ও কালিকাপুর ইউনিয়ন ৭৮৫টি কার্ড। আবুল কালাম মৃধার মেসার্স মৃধা ট্রেডার্স মাজবাড়ী ইউনিয়ন ৯৬১ টি কার্ড। এবং নতুন ডিলারের মধ্যে ১০ জনের মধ্যে রতনদিয়া বাজারের মকছেদ প্রামানিকের মেসার্স প্রামানিক ট্রেডার্স বোয়ালিয়া ইউনিয়নের ১০৪৬ টি কার্ড, রুপসার আজাদ হোসেনের মেসার্স শামিম ট্রেডার্স মদাপুর ইউনিয়নের ১০৩৭ কার্ড, রতনদিয়া বাজারের আঃ ছাত্তার মন্ডলের মেসার্স মন্ডর ট্রেডার্স মৃগী ইউনিয়নের ১২৪৮ কার্ড ও কোমরপুরের সাইদুল ইসলামের মন্ডল ট্রেডার্স সাওরাইল ইউনিয়নের ১২৪১ কার্ড সুবিধা পাচ্ছেন। রতনদিয়া বাজারের মোঃ বশির মাহমুদের মেসার্স বিশ^াস এণ্টার প্রাইজকে কালিকাপুর ইউনিয়ন পরিষদের তালিকায় নাম থাকলেও সেটা ইউনুচ আলী শেখের মেসার্স গিয়াস ষ্টোর বিতরণ করে আসছেন। উপজেলার মোট ৭২৯২টি কার্ডের মধ্যে মেসার্স গিয়াস ষ্টোর ২৫৪৪টি কার্ডের বিশেষ সুবিধা ভোগ করছেন। এর সুবিধা ইউনুচ আলীর পরীবর্তে কোন বিশেষ ব্যক্তিকে প্রদান করা হচ্ছে।
ডিলাররা বলেন, আমরা বৈধ ডিলার হলেও আমরা কোন সুযোগ-সুবিধা পাচ্ছি না। নিয়মানুযায়ী আমাদের প্রাপ্যতার ভিত্তিতে সুযোগ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব বলেন, মোট ১২জন ডিলার আছেন। ৬জন মালামাল বিতরণের কাজে নিয়োজিত রয়েছে। তবে উপজেলা পরিষদের উপদেষ্টার সুপারিশে বন্টন করা হয়। বিষয়টি পরবর্তী মিটিংয়ে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরিতে আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Sorry buddy! You can\'t copy our content :) Content is protected !!