বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)(ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলে ৫ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপ -সহকারী কৃষি অফিসার ইতি বেগম । এ সময় উপজেলার চারটি ইউনিয়নের মোট ৩৬০ জন কৃষক-কৃষানী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।