দ্বারিয়াপুর হুজুর কেবলা
দ্বয়ের ওফাত দিবস
: মাওলানা আবু নাছির আহম্মেদ আল-খুযাইমী :
আসছে আগামী ৪ঠা আষাঢ় (১৪৩০ বাংলা) ১৮ই জুন ২০২৩ইং, রোজ ঃ রবিবার, সময় ঃ বাদ আছর হতে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বারিয়াপুর দরবার শরীফের পীরে কামেল কুতুবুল আলম হযরত মাওলানা শাহ্ সুফী আল্লামা তোয়াজ উদ্দীন আহম্মেদ (রহঃ) ও তাঁর সু-যোগ্য সাহেবজাদা পীরে কামেল সুলতানুল ওয়ায়েজীন হযরত মাওলানা শাহ্ সুফী আল্লামা আবু সাঈদ মুহাম্মদ আব্দুল হান্নান (রহঃ) এর ওফাত দিবস উপলক্ষ্যে বাৎসরিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আয়োজিত মাহফিলে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ সহ দেশ বরেণ্য উলামা-মাশায়েখগণ ওয়াজ-নছিহত করবেন।
উক্ত মাহফিল পরিচালনা করবেন ঃ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আমীর-ইশায়াতে ইসলাম কমিটি ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট-জমিয়তে ফুরফুরা শরীফ বাংলাদেশ ও দ্বারিয়াপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব
হযরত মাওলানা শাহ্ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহ
উক্ত মাহফিলে আপনি/আপনারা যোগদান করিয়া দো-জাহানের অশেষ কামিয়াবী হাসিল করুন।
আয়োজনে: ইশায়াতে ইসলাম কমিটি দ্বারিয়াপুর দরবার শরীফ শ্রীপুর, মাগুরা।