মেহেদী হাসান : রাজবাড়ীতে চার দিনব্যাপী শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা শাহিন সুলতান রাজা প্রমুখ।
প্রথম দিনের শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী সরকারী কলেজ ও সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অংশগ্রহন করে। এতে রাজবাড়ী সরকারী কলেজ সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজকে এক-শুন্য গোলে পরাজিত করে। এছাড়াও চার দিনব্যপী এ টুর্নামেন্টে জেলার আটটি কলেজের ফুটবল দল অংশ গ্রহণ করবে। আগামী ২৫ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সমাপ্ত হবে।